ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগ।
এতে পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসেম আলীসহ ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা বক্তব্য রাখাসহ বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, সদর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান আওয়ামী লীগের কোনো কর্মী না। তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। শুধু তাই নয় তার বিরুদ্ধে চেক জালিয়াতি ও পৌরসভার অর্থ আত্মসাত্বের প্রমাণ মিলেছে। তাই এই মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাসকে নৌকা প্রতীক দেওয়ার আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ