হাওরাঞ্চল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুরে বাড়ির পাশ থেকে সাহেদা আক্তার নামে পাঁচ বছরের শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে শিশুটিকে।
রবিবার সকালে উঠে ওই গ্রামের দিলু মিয়া তার সন্তানের লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১২টায়।
খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান বলেন, এটি খালিয়াজুরী এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী গ্রাম। এই গ্রামে জমি নিয়ে দিলু মিয়ার সাথে প্রতিবেশী সুলতান মোল্লাদের পূর্ব বিরোধ ছিলো। প্রায় ঝগড়া বিবাদ হতো। আজ সকালে দিলু মিয়ার সন্তানের লাশ পাওয়া গেছে। শিশুটির শরীরে অস্ত্রের আঘাত আছে। তবে রাতে শিশুটি কার সাথে ঘুমায় এবং বাবা-মা কেন টের পায়নি এসব প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা