দীর্ঘ প্রায় ১২ বছর পর কাউন্সিলের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করলো জেলা বিএনপির কাউন্সিলরা। নতুন কমিটি হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির সভাপতি পদে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য বখতিয়ার আহমেদ কচি নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের বিজয়ীরা হলেন সহ-সভাপতি মোকাররম হোসেন, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা, আমিনুল ইসলাম মুন্না ও সদরের চেহেলগাজী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা।
শনিবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ২০ ইউনিটের ১৯১৯ জন ভোটারের মধ্যে ১৮৫১ ভোটার ভোট প্রয়োগ করেন। ভোট শেষে শনিবার রাত ১০টার দিকে জেলা বিএনপির দলীয় অফিসের পাশে দিনাজপুর ইন্সটিটিউটে নির্বাচন কমিশনার অ্যাড. আশফাক আহমেদ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে ৪ জন, সহসভাপতি পদে ২ জনসহ ৭টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরআগে দুপুরে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, ২০১০ সালের ২৬ জানুয়ারী দিনাজপুর বিএনপি’র সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ২০১৬ সালের আগষ্ট মাসে ওই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল