বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি। বেলা সাড়ে ১১টায় স্থানীয় কোর্ট চত্বর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, বিএনপি নেতা আজম খান, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বিএনপি নেতা আতাউর রশিদ বাচ্চু, তানভীর সিদ্দিকী রুবেল, মিজানুর রহমান মিনান, যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে আসতে থাকে। একপর্যায়ে গোটা এলাকাজুড়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে।
সমাবেশ থেকে বিএনপি নেতারা দলীয় চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন