ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫ কেজি গাঁজাসহ মদন মোহন মিয়া(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল থানা পুলিশ।
রবিবার সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ব্রিজের দক্ষিণপার্শ্ব থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মদন মোহন মিয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন