পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে জালে পেঁচানো অবস্থায় ব্যানডেট ক্রেইট (শঙ্খিনি বা শাখামুটি) একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাখারস টিমের সদস্যরা। প্রায় তিন ফুট লম্বা কালো, হলুদের চক্রাকার ছোপ ছোপ উজ্জল বর্ণের এ সাপটিকে প্রথমে স্থানীয়রা দেখতে পায়। বৃহস্পতিবার দুপুরে মম্বিপাড়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকা থেকে জালে পেঁচানো সাপটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে রাতে কুয়াকাটা পৌরসভার খালে অবমুক্ত করা হয়েছে।
সংগঠনের সদস্যরা জানান, এ প্রজাতির সাপ আগে এ অঞ্চলে দেখা গেলেও এখন আর দেখা যায় না। সমুদ্রে কারেন্ট জালের ব্যবহার ও বনভূমি ক্রমশ নষ্ট হওয়ায় সাগর ও বনাঞ্চলে আবাসভূমি হারিয়ে মাঝে মাঝে দু’একটা সাপ লোকালয়ে চলে আসে। এ সাপ এখন রিরল।
কুয়াকাটা ডলফিল রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, অ্যানিমেল লাখারস কলাপাড়া টিমের সদস্যরা খবর পেয়ে সাপটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতে অবমুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল