নাটোরের বড়াইগ্রামে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রবিবার সকাল ৯টার দিকে উপজেলা নটাবাড়িয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাজেদা উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত আকতার মন্ডলের স্ত্রী।
পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে দেবরের বাড়ি যাওয়ার সময় তিরাইল থেকে বনপাড়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মাজেদা বেওয়া গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন