ভোলার চরফ্যাশনে ব্যাংকে জমা দিতে গিয়ে রিকশায় ফেলে আসা ২ লাখ টাকাসহ ব্যাগ সিসিটিভি ফুটেজ দেখে মাত্র ১০ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া।
তিনি জানান, গত ১২ আগস্ট সকাল ৯ টা মো. রাহাত (৩১) নামের এক যুবক ব্যাংকে টাকা জমা ও সন্তানের চিকিৎসার জন্য পরিবারকে নিয়ে অটোরিকশা যোগে চরফ্যাশন উদ্দেশ্যে রওয়া দেন। সকাল সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন হাসপাতাল রোডে মেঘনা ল্যাব অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে ভুলবশত টাকার ব্যাগটি অটোরিকশায় ফেলে যায়। পরে অটোচালক টাকার ব্যাগটি নিয়ে দ্রুত চলে যায়।
ওসি মনির হোসেন জানান, ঘটনার পরে অনেক খোঁজাখুঁজি করে চালকসহ টাকার ব্যাগটি পাওয়া না গেলে হতভাগ্য রাহাত চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাৎক্ষনিক মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থাকা সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অটোরিকশা চালক সোহাগকে (৪৫) শনাক্ত করে তার বাসায় অভিযান চালিয়ে দুই লাখ টাকার ব্যাগটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত টাকার ব্যাগটি ওই দিন রাতেই থানায় প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেয়া হয়।
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম দ্রুত সময়ে মধ্যে পুলিশের এই দক্ষতার জন্য চরফ্যাশন থানার ওসি ও এস আই ইকবালকে অভিনন্দন জানিয়েছেন। এবং গুরুত্বপূর্ণ স্থানে সবাইকে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ