পোর্ট থানা পুলিশ বেনাপোল চেকপোস্টের একটি পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়।
ওষুধগুলো চোরাইপথে এনে ঢাকায় নেওয়ার জন্য পরিবহন কাউন্টারের সামনে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিবহন কাউন্টারের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ওষুধের চালানটি জব্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, জব্দকৃত ওষুধের মূল্য প্রায় ২ লাখ টাকা। স্থানীয় স্বরবানহুদা গ্রামের রাকিবের নামে এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা