জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রাথমিক স্তরের ৪০টি ও রচনা প্রতিযোগীতায় মাধ্যমিক স্তরের ৫০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সুপারভাইজার মো. বাকি বিল্লাহ, সহকারি শিক্ষা কর্মকর্তা ওয়াসিম সরকার এ সময় উপস্থিত ছিলেন।
এ ছড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার দিনভর নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগ।
বিডি প্রতিদিন/এএ