ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় আইয়ুব শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার আসাননগর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব শেখ দুধসর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।
নিহতের ছেলে রাসেল শেখ জানান, আমার পিতা রোববার দুপুরে ভাটই হাটে বাজার করতে যায়। বাজার শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জেসমিন আরা জানান, আইয়ুব শেখ গুরুত্বর অবস্থায় হাসপাতালে স্বজনরা নিয়ে এসেছিলেন। হাসপাতালে আসার ১ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়ছে।
বিডি প্রতিদিন/এএ