মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা বাজারে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে গুদামে রাখা পাট ও একটি ঘর। এতে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাবু মোল্লা। আজ সকাল ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবু মোল্লা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে পাট ক্রয় করে সিংগাইরের জামসা বাজারে গুদামজাত করা হয়। আজ সকাল সাড়ে ৯ টার দিকে খবর পাই গুদামে আগুন লেগেছে। পরে থানায় ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে গুদামে রক্ষিত আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে মালিক পক্ষ।
বিডি প্রতিদিন/হিমেল