বাগেরহাটের মোরেলগঞ্জে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে ভাইজোড়া গ্রামের নুরুল ইসলাম ফকিরের ছেলে মো. কাওছার ফকিরকে (৩৫) পূর্ব সরালিয়া এলাকা থেকে পুলিশ আটক করে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাওছারকে আটক করে। মাদক বিক্রেতা কাওছার ওই সময় গাঁজার একটি চালান হাতবদলের অপেক্ষায় ছিল। তার নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        