গাজীপুরে বাস চাপায় জাহাঙ্গীর আলম (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার পাবুরিয়াচালা গ্রামের বারেক মিয়া ছেলে। তিনি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর আলম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছে, বাসটি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ