মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে ৭২ জন মুক্তিযোদ্ধার হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
পর্যায়ক্রমে ২০০ মুক্তিযোদ্ধা পরিবারে এসব শীতবস্ত্র বিতরণ করা হবে। শীতবস্ত্রের মধ্য ছিল বিদেশি কম্বল, উলের টুপি ও হাত মোজা।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম ও আল খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাবিব শাহরিয়ার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই