৭ জানুয়ারি, ২০২৩ ১৫:৪৮

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে ৭২ জন মুক্তিযোদ্ধার হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

পর্যায়ক্রমে ২০০ মুক্তিযোদ্ধা পরিবারে এসব শীতবস্ত্র  বিতরণ করা হবে।  শীতবস্ত্রের মধ্য ছিল বিদেশি কম্বল, উলের টুপি ও হাত মোজা।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম ও আল খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাবিব শাহরিয়ার প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর