চাঁদপুর জেলা কারাগারে জামিনপ্রাপ্ত কারাবন্দী আসামি মোস্তফা মিস্ত্রি (৪০) অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছে।
শুক্রবার দিবাগত রাত ১১টায় জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ী মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামে।
স্বজনরা জানান, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত থেকে মোস্তফা জামিন পান। কিন্তু জামিনের কাগজপত্র কারাগারে না আসায় তিনি মুক্ত হতে পারেননি। শুক্রবার হঠাৎ করে চাঁদপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। বিষয়টি কারা কর্তৃপক্ষ কারাগার থেকে ফোন করে সাংবাদিকদের নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/হিমেল