২১ জানুয়ারি, ২০২৩ ২২:০২

চাঁদপুরে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উপলক্ষে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম জাহিদ সারোয়ার (কাজল)। উদ্বোধন শেষে আনন্দ র‌্যালি বের করা হয় এবং পরে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারণ করেন।

দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সদস্য সচিব মহসিন সরকারের উপস্থাপনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কর্নেল সানাউল্লাহ খান, ড. ইব্রাহিম খলিল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারি পুলিশ সুপার ইয়াছির আরাফাত, সাংবাদিক শামসুজ্জামান ডলার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন প্রমুখ। বিকালে কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর