২৭ জানুয়ারি, ২০২৩ ২৩:০২

ভোলার চর ম্যানগ্রোভ বনে কুকুরের আক্রমণে হরিণের মৃত্যু

ভোলা প্রতিনিধি

ভোলার চর ম্যানগ্রোভ বনে কুকুরের আক্রমণে হরিণের মৃত্যু

ভোলায় কুকুরদের আক্রমণে ৫০ কেজি ওজনের একটি পুরুষ হরিণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে তজুমদ্দিন উপজেলার বাসনভাঙ্গা চর ম্যানগ্রোভ বন এলাকায় হরিনটি কয়েকটি কুকুরের আক্রমণের শিকার হয়। স্থানীয়রা কুকুরের কবল থেকে হরিণটিকে উদ্ধার করে বন বিভাগে খবর দেয়। বনকর্মীরা গিয়ে আহত হরিণটিকে তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ডাক্তারের কাছে নেয়ার পথে হরিণটি মারা যায়।  

তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম জানান, আহত হরিণটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। এর শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন ছিল। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কুকুরের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হরিণটি মারা গেছে। পরে মৃত হরিণটিকে মাটিচাপা দেয়া হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর