৩০ জানুয়ারি, ২০২৩ ২০:৪৫

ঘোড়াঘাটে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাটে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

জমি নিয়ে বিরোধে জোড়া খুনের পরে দিনাজপুরের ঘোড়াঘাটের চুনিয়াপাড়া এলাকায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের পক্ষে জেলা ত্রাণ ও পূর্ণবাসন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারে ৩ কেজি চাল, ১ বান্ডিল ঢেউটিন, ঘর নির্মাণে ৩ হাজার করে চেক ও নগদ ২ হাজার টাকাসহ কম্বল বিতরণ করা হয়।

সোমবার ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করেন। 

এরআগে খুনের ঘটনার পর বৃহস্পতিবার ছোট-বড় মিলে ৩৮টি ঘর-বাড়ি-খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত ১২শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ মোতায়েন রয়েছে এবং শান্তি বজায় রাখতে ইতিমধ্যে বৈঠক করেছে পুলিশ। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর