গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৬টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন। আজ বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে গোপালগঞ্জে সদর উপজেলার মানিকদাহ, চর পুখুরিয়া, চন্দ্রদিঘলিয়া ও কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের অভিযান চালিয়ে ওই ৬টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করে আদায় করে।
এতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরিফ হোসেন ও পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান।
ভ্রম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটেলিয়ন সদস্যরা সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
বিডি প্রতিদিন/এএ