২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৪

সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

সিরাজগঞ্জের কান্দাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ওই গ্রামের মন্টু আকন্দের ছেলে মমরাজ আকন্দ (২৭), সেলিম হোসেনের ছেলে আলিফ হাসান (১৫), মুন্নি খাতুন (৩০), মরিয়ম বেগম (৫৫) ও সাথী বেগম (৩৩)।

জানা যায়, রবিবার দুপুরে কান্দাপাড়া মধ্যপাড়ার কুরমান আলীর থেকে লিজ নেওয়া পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচ করতে থাকে মমরাজ ও মন্টু আকন্দ। পরে কান্দাপাড়া এলাকার মৃত তফিজ মন্ডলের ছেলে স্বপন (৪৮), শিপন (৪৪) ও জাহাঙ্গীরসহ (৪০) আরও ৫-৬ জন মিলে তাদেরকে লোহার রড দিয়ে পেটাতে থাকে। পরে তাদের চিৎকারে মুন্নি খাতুন ও তার মা মরিয়ম বেগম মারপিটে বাধা দিতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে এবং পুকুরে থাকা ২৫ হাজার টাকার মাছ ও জাল নিয়ে যায়। যাওয়ার সময় ভুক্তভোগীদের হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মাছ ধরা নিয়ে মারামারির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর