বগুড়ায় হিন্দু নারিকে গণধর্ষণ, ডাকাতি, ছিনতাই, দখলসহ ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৮টায় গাবতলী উপজেলার মহিষাবান এলাকায় একটি বাঁশঝাড়ের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত সন্ত্রাসী নাহিদুল ইসলাম নয়ন (২৬) গাবতলীর উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। বগুড়া জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, নিহত নাহিদুল ইসলাম নয়ন গাবতলী উপজেলাসহ অন্যান্য এলাকায় ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ প্রায় ১৯ মামলার আসামি। তাকে গাবতলি থানা পুলিশ অনেকবার গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে।
মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। মামলা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন