১২ মার্চ, ২০২৩ ১৩:১২

ইজিবাইকের জন্য চালককে হত্যা, তিনজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

ইজিবাইকের জন্য চালককে হত্যা, তিনজন গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউসুফ (৪০) নামে এক চালককে গলায় রড দিয়ে একাধিক আঘাত করে হত্যা করে ইজিবাইক নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ৩ জন গ্রেফতার হয়েছে।

নিহত ইউসুফ নোয়াখালী জেলার কমলনগর থানার কালকিনি গ্রামের মৃত. আলী হোসেনের ছেলে। সে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় সুমন মাহজনের ইজিবাইক ভাড়ায় চালাতেন।

শনিবার (১১ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টায় ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারারা হলেন- মাহবুব (২৪), কাউছার (২২) ও আমিন (২৩) একই মাহজনের ইজিবাইক চালক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, গ্রেফতার ৩ জনের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় রড দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। এ বিষয়ে মামলা করা হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর