১৩ মার্চ, ২০২৩ ১৬:৫৭

গোপালগঞ্জে ‘দুধ-ডিম খাওয়ানো উৎসব’

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ‘দুধ-ডিম খাওয়ানো উৎসব’

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী নতুন প্রজন্ম সৃষ্টিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের দুধ ও ডিম খাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার পশ্চিম কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ-ডিম খাওয়ানো উৎসবের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।

এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. সুভাষ চন্দ্র পণ্ডিত, কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন।

পরে দুইটি বিদ্যালয়ের  ৪০০  শিক্ষার্থীকে দুধ ও ডিম খাওয়ানো হয়। 

কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার সিকদার বলেন, ‘শিশুরা আমাদের ভবিষ্যৎ কর্ণধার। তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে নিয়মিত দুধ ও ডিম খাওয়ার অভ্যাস করাতে হবে। দুধ-ডিম শিশুর মেধাবিকাশ অত্যন্ত প্রয়োজনীয় উপাদন। দুধ ও ডিম খেলেই শিশুরা মেধাবী হবে। তারাই গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর