মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুশান্ত শিকদার (৬০) নামে এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাতটায় মাগুরা-যশোর সড়কের জাগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুশান্ত সদর উপজেলার জাগলা গ্রামের শিকদার পাড়ার জিতেন শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জাগলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন সুশান্ত। পথে মাগুরা-যশোর সড়কে যশোরগামী একটি ট্রাক সুশান্তকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক বাস ও চালককে সনাক্তের চেষ্টা চলছে।বিডি প্রতিদিন/কালাম