২ মে, ২০২৩ ১৯:৩৯

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়ায় স্ত্রী হাসিনা বিবিকে হত্যার দায়ে স্বামী আকবর আলী মন্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাথে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৩টায় বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শারিয়ার কবীর এই রায় ঘোষণা করেন।

রায়ে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে আদেশ দেয়া হয়। এই মামলার অপর ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত। নিহত হাসিনা বিবি একই উপজেলার বলরামপুরের মৃত নুরুল ইসলামের মেয়ে এবং আকবর আলীর তৃতীয় স্ত্রী ছিলেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশিকুর রহমান সুজন জানান, ২০০৭ সালের দিকে হাসিনা বিবিকে বিয়ে করেন আকবর আলী। এর আগে আকবরের আরও দুইজন স্ত্রী ছিলেন। বিয়ের পর থেকে যৌতুকের জন্য হাসিনাকে চাপ প্রয়োগ ও মারধর করা হতো। যৌতুকের টাকা পরিশোধ না করায় ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বেলাই কেকার পাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে আকবর আলী মন্ডল (৫৭) তার  স্ত্রী হাসিনা বিবিকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আকবর আলী ঘরের তীরের সাথে স্ত্রীর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। খবর পেয়ে লাশ দেখার পর সন্দেহ হলে হাসিনা বিবির ভাই লোকমান আলী নওফেল ১৯ সেপ্টেম্বর বাদী হয়ে জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলায় আকবর আলী, তার দুই ছেলে ও প্রথম স্ত্রীকে আসামি করা হয়। ২০১৩ সালের জানুয়ারি মাসে শিবগঞ্জ থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) একেএম লুৎফর রহমান এই মামলার চার্জশিট জমা দেন। চার্জশিটে হত্যার ঘটনায় শুধু আকবর আলীর সম্পৃক্ততার বিষয় উঠে আসে। এরপর মামলার দীর্ঘ শুনানিতে এসব বিষয় প্রমানিত হয়। রায়ে আকবরের মৃত্যুদণ্ড এবং অন্য তিনজনকে বেকসুর খালাস করে দেয় আদালত। আসামি পক্ষের আইনজীবী ছিলেন আব্দুল বাসেদ।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর