বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে নিখোঁজ এক মুক্তিযোদ্ধার সন্ধান চেয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার সকাল ১১টার দিকে কারফা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় মুুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কয়েকশ’ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
নিজ বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও এখনও বীর মুক্তিযোদ্ধা ও সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধান পায়নি পুলিশ। বাদল কৃষ্ণ বিশ্বাস (৬০) ওই গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার। নিখোঁজের সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।
তারা বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি এসেছিলেন বাদল কৃষ্ণ বিশ্বাস। গত ২০ এপ্রিল দিবাগত রাত ৯টার দিকে নিজের মাছের ঘের পরিদর্শনে গিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় সাব-রেজিস্ট্রারের ছেলে অংকন বিশ্বাস ২১ এপ্রিল উজিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন। গত ২৩ দিনেও তার কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। বাদল বিশ্বাসকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হতে পারে বল মানববন্ধনে আশংকা করেন বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল