ঝিনাইদহে নেশাগ্রস্ত স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শহরের আরাপপুর দুঃখী মাহমুদ সড়ক এলাকা বাসিন্দা রিকশাচালক জহুরুল ইসলামের সাথে স্ত্রী সীমা খাতুনের ঘরের ভেতরে গাঁজা টানা নিয়ে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে জহুরুল ইট দিয়ে স্ত্রী সীমা খাতুনের মাথায় আঘাত করেন।
সীমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যান জহরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন,আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল