১৮ মে, ২০২৩ ১৫:৩০

গাজীপুরে স্কুল ছাত্রকে ডেকে নিয়ে হত্যা, এলাকায় বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে স্কুল ছাত্রকে ডেকে নিয়ে হত্যা, এলাকায় বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান তারা। নিহত মাহফুজ ফরাজি (১৭) জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ফজলুল হক ফরাজির ছেলে। তিনি প্লেজ হার্বার ইন্টারন্যাশনাল স্কুলে ‌‘ও লেভেল’ পর্যন্ত পড়ালেখা শেষ করে স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার জন্য কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ উপজেলার মুলাইদ গ্রামের ইশতিয়াক আহমেদ তৌফিক বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, নিহতের মা রুমানা আক্তার ও বাবা ফজলুল হক ফরাজি, চাচা আবুল কাশেম ফরাজি।

নিহতের বাবা ফজলুল হক ফরাজি বলেন, সোমবার (১৫ মে) রাতের খাবার শেষে মাহফুজ ঘরে বসেছিল। একটি প্রাইভেটকারে তৌফিক, তার চালকসহ আরো দু’জন বাড়ি থেকে মাহফুজকে ডেকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে প্রাইভেটকার দুর্ঘটনার খবর মাহফুজের মাকে জানায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েও দুর্ঘটনার কোন আলামত পাইনি। পরে মাহফুজের রক্তাক্ত দেহ মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে পাওয়া যায়। তিনি আরও বলেন, পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল তৌফিক। এঘটনার পর শ্রীপুর থানা পুলিশ আমাদের কোন সহযোগিতা করেনি। একাধিকবার থানায় গেলেও তারা অভিযোগ বা কোন জিডি পর্যন্ত নেয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে।

মানববন্ধনে অংশ নেয়া সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার বলেন, এমন ঘটনায় আমরা ক্ষুব্ধ। মাহফুজ স্কুলে পড়তো, আমরাও স্কুলে পড়ি। আমাদের ভাইকে যদি কেউ হত্যা করে থাকে তাহলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, এবিষয়ে অভিযোগ দায়েরের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এসেছিল। ঘটনাস্থল গাজীপুর সদর থানার আওতাধীন। তাদের ওই থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর