বগুড়ার ধুনটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফেরদৌস আলম (৪৫) নিহত হয়েছেন। এসময় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধুনট মাঠপাড়া-খন্দকার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস আলম (৪৫) কাজিপুর উপজেলার হাজরাহাটি গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। এ ঘটনায় আহত শিক্ষার্থী মানিক মিয়া (১৮) একই গ্রামের ওসমান গনির ছেলে।
জানা যায়, দুপুরে ফেরদৌস আলম মোটরসাইকেলে শিক্ষার্থী মানিক মিয়াকে নিয়ে শেরপুর থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া-খন্দকার পাড়া এলাকায় পৌঁছালে ধাক্কা দেয় বাস। এতে ফেরদৌস আলম ও মানিক মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস আলমকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মানিক মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত