বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আলোচনা, বৈঠক, তদবির যাই হোক আগামী নির্বাচন হবে তত্বাবধায়ক সরকারের অধীনে। এটা এক কথা। মানুষকে গুম, খুন, হামলা, মামলা করে দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ। সাংবাদিক, বুদ্ধজীবি, সুশীল সমাজও আজ অসহায়। আন্দোলনেই সরকারকে নামাতে হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকালে শেরপুর জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এতে বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলন কিশোরগঞ্জ বিএনপির সভাপতি শরিফুল আলম।
জেলা বিএনপির সভাপতি মাহমুদ হক রুবেলের বাসার সামনে এই সমাবেশে বিএনপি নেতা আবু রায়হান রুপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাহমুদুল হক রুবেল, জামালপুর জেলা বিএনপির সভাপত ওয়ারেছ মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশসহ বিভিন্ন ইউনিটের নেতা।স্থানীয় নেতারা অভিযোগ করেন, রোজার পর থেকে বিএনপি নেতাকর্মী, ভিন্ন মতের ভোটর, সমর্থকদের রাতের ঘুম হারাম করে ফেলেছে সরকার। পুলিশ নেতাকর্মীদের না পেয়ে মা-বাবা, স্ত্রী-পুত্রের সাথে খারাপ আচরণ করছে।
বিডি প্রতিদিন/হিমেল