২ জুন, ২০২৩ ১৬:৫৭

মোরেলগঞ্জে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়

দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি ধরে রাখতে আওয়ামী লীগের বিকল্প এখনও তৈরি হয়নি। এ দলে নেতা-কর্মীর কোনো সংকট নেই। সকলে শেখ হাসিনার উন্নয়মূলক কর্মকাণ্ডের ফিরিস্তি সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ। শুক্রবার সকাল থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার কয়েকটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়ে তিনি এই মন্তব্য করেন। 

জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির সুমন, শরণখোলার খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন খান, ধানসার ইউনিয়ন চেয়ারম্যান মো. টিপু আকন, মোরেলগঞ্জের বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী খান, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান তার সাথে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মনা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, যুবলীগের সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, হাসিব খান ও রাসেল হাওলাদারসহ যুবলীগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, মোস্তাক বিল্লাহ রূপম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর