নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টে জেলার ১৬টি কলেজ অংশগ্রহণ করবে।
জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ, জেলা আওয়ামী লীগ সভাপতি জি এম তালেব হোসেন, পৌর মেয়র আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবদুল মোতালিব পাঠান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন কলেজের প্রতিনিধিবৃন্দ।
উদ্বোধনী খেলায় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে নরসিংদী পাবলিক কলেজ।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        