দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঈদুল আজহার প্রধান তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে। ভারী বৃষ্টির উপেক্ষা করে বাগেরহাট শহরতলীতে প্রায় সাড়ে ৬০০ বছর আগে হযরত খানজাহান (রহ.) এর অমর কীর্তি ঐতিহাসিক এই মসজিদে ঈদুল আজহার প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।
দ্বিতীয় জামায়াত হয় সকাল পৌনে ৮টায় এবং তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
ঈদের জামায়াতে আগত মুসল্লিদের নিরাপত্তার নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ, টুরিস্ট পুলিশ ও র্যাব সদস্যদের মাধ্যমে জেলা প্রশাসন তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে সকাল সাতটায় প্রথম জামায়াতে নামাজ আদায় করেন বাগেরহাট সদরের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মুসল্লি।
ঈদের নামাজ আদায় শেষে শেখ সারহান নাসের তন্ময় মুসল্লিদের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের প্রথম জামায়াতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর ও তৃতীয় জামায়াতে ইমামতি করেন ঐতিহাসিক সিংগাইড় মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম।
ঈদের নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল