ভোলায় নতুন পুলিশ সুপার মাহিদুজ্জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, পুলিশ ও সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। কাজের ক্ষেত্রে একে অপরের সহযোগী। শনিবার বেলা ১১টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, ভোলা জেলায় মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিংসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ সচেষ্ট থাকবে। দলমত নির্বিশেষে সকলের জানমাল রক্ষায় পুলিশ কাজ করবে।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক রয়েছে। কাজের ক্ষেত্রে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুলিশ-সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। ভোলার আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা থাকবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিনুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, সাংবাদিক সাহদাত শাহীন, নাসির লিটন প্রমুখ। এসময় ভোলার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/এমআই