২৯ আগস্ট, ২০২৩ ১৭:২৫

ফরিদপুরে ২ জনকে হত্যার অভিযোগে আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ২ জনকে হত্যার অভিযোগে আসামি গ্রেফতার

ফরিদপুরের মধুখালী উপজেলায় ব্যাটারি চালিত অটোভ্যান ছিনিয়ে নেওয়ার সময় পরপর দুই অটোভ্যান চালককে গলা কেটে হত্যার ঘটনার মূলহোতা রাশেদ কবিরকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শাহজাহান রাশেদ কবিরকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 
রাশেদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর চরপাড়া গ্রামে। সে ফরিদপুরের মধুখালীতে তার বোন জামাইয়ের বাড়িতে থেকে এসব অপকর্ম করতেন বলে জানিয়েছে পুলিশ। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, এ বছরের ৪ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি মধুখালি থানা এলাকায় জিহাদ ওরফে জয় (১৬) ও নয়ন সরদার (২০) নামের দু'জন অটোভ্যান চালককে গলাকেটে হত্যার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ছিনতাই হওয়া ওই ভ্যানের ক্রেতা মিজানুর রহমান নিঝুমের (৩৮) দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদ কবিরকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। তবে রাশেদ বার বার তার অবস্থান পরিবর্তন করলেও রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এসপি জানান, রাশেদ কবিরের নামে ঢাকা ও ময়মনসিংহে আর দুটি মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে অটোভ্যান চালক জিহাদ ওরফে জয় ও নয়ন সরদারকে ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) ছাড়াও অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর