শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:১৬

গাজীপুরে গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো : মো: ফারুক ওরফে বাপ্পি (২৫), মো: সবুজ আলী (২০) ও ট্রাকের চালক মো: হৃদয় আলী (২৩)।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেন র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: ইয়াসির আরাফাত হোসেন। 

প্রেস ব্রিফিংয়ে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: ইয়াসির আরাফাত হোসেন জানান, র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি ট্রাকে করে গাঁজার বড় একটা চালান গাজীপুর হয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন কালীগঞ্জ-কাপাসিয়াগামী সড়কে পাপলা চামুরখী চেরাগ আলী মার্কেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে টিন বহনকারী একটি ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করে। তাদের দখলে থাকা ট্রাকের পিছনে টিনের ভাজের ভিতরে অত্যন্ত সু-কৌশলে রক্ষিত ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাজা বহনকারী একটি ট্রাকটিও জব্দ করা হয়।  

তিনি আরো জানান, মাদক কারবারীরা অত্যন্ত সু-কৌশলে ট্রাকের ভিতরে ঢেউটিনের পরতে পরতে মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছিলো, যাতে করে সহজেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিভিন্ন চেকপোস্টে দায়িত্বরত সদস্যের চোখে ফাঁকি দিয়ে তারা মাদক বহন করতে পারে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিঙ্গাসাবাদে জানায়, জব্দকৃত গাঁজা বিক্রয়ের জন্য তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুর হয়ে রাজশাহী নিয়ে যাচ্ছিল। তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর