৩১ অক্টোবর, ২০২৩ ২২:২৪

শিশুকে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি:

শিশুকে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জের ঘিওরে ৫ বছরের শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় নান্টু প্রামানিক (৩৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতিতে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন। দন্ডিত নান্টু প্রামানিক বগুড়ার শাহজাহানপুরের শৈলদুর্গি এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।

এজহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ এপ্রিল বিকেলে চকলেট খাওয়ানোর কথা বলে মানিকগঞ্জের ঘিওরের শিশু আল রাফিকে অপহরণ করে এবং অপহরণের কয়েকদিন পর ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসামী নান্টু প্রামানিক। এরপর ৭ এপ্রিল সকালে শিশুর বাবা রুস্তম আলীকে মুক্তিপনের টাকা নিয়ে এসে শিশু রাফিকে নিয়ে যেতে টেপড়া বাজারের আসতে বলেন নান্টু প্রামানিক। পরে বরংগাইল বাজারে এসে নান্টু প্রামানিকের সাথে শিশু রাফিকে ঘুরতে দেখতে পেয়ে শিবালয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নান্টুকে আটক করে। পরে ৭ এপ্রিল বিকেলে শিশুর বাবা রুস্তম আলী বাদী হয়ে শিবালয় থানায় একটি মামলা করেন। 
মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বের হয়ে পালিয়ে বেড়ান নান্টু। মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল হান্নান ২০১৫ সালের ১৪ এপ্রিল নান্টু প্রামানিক ও জ্যোতিকে অভিযুক্ত করে আদালতে চার্শিট দাখিল করেন।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর