সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের স্টেশন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার বিএনপি নেতা নাজমুল ইসলাম সম্প্রতি সিরাজগঞ্জ সদর থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া কয়েকটি মামলার আসামি।
গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়া পুলিশ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে ঢাকায় পাঠানো হতে পারে বলে জানান ওসি।বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ