সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্ব সারা বিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ। বিদেশি রাষ্ট্র প্রধানরা জানতে চায়, ম্যাডাম প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আপনার কাছে কী যাদুর কাঠি আছে? এক সময় আপনাদের খাদ্যের অভাব, বিদ্যুতের অভাব, পানির অভাব ছিলো। সেখান থেকে কীভাবে উন্নয়নশীল দেশে পরিণত করলেন? শেখ হাসিনা বলেন, আমার জনগণই আমার শক্তি। জনগণের শক্তি দিয়েই আমরা গরীব দুখী মানুষের ভাগ্যের উন্নয়ন করেছি।
ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র সাহা প্রমুখ।কাজী জাফর উল্লাহ আরও বলেন, ৭৫ এর পরে ২১ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশায় ছিলো। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। ২১ বছর যে আশা আমরা বুকে বেঁধে রেখেছিলাম, সেই বঙ্গবন্ধু হত্যার বিচার তিনি করেছেন। শেখ হাসিনা যা বলেন, তাই করেন।
তিনি বিএনপির বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ করে বলেন, গত মাসের ২৮ তারিখে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়ে বিএনপি সহিংসতা করে পুলিশ খুন করেছে। ডাক্তার ও সাংবাদিকদের উপর হামলা করেছে। তারা আপনাদের মঙ্গল চায় না। তারা সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে চায়।
বিডি প্রতিদিন/হিমেল