১৭ নভেম্বর, ২০২৩ ১৭:৪৭

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শ্রীমঙ্গলে ফসলের ক্ষতি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শ্রীমঙ্গলে ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার সারাদিন বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল হিমেল হাওয়া। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। ক্ষতি হয়েছে রবি সবজির। বাতাসে নষ্ট হয়েছে মাঠের পাকা আমন ধানের। 

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত উপজেলায় ৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গতি ছিল সর্বোচ্চ ৩ নটিক্যাল মাইল। 
অশিদ্রোন ইউনিয়নের খুশবাস গ্রামের কৃষক শাকির আহম্মেল বলেন, আর কয়েকদিন পরেই আমন ধান কাটার প্রস্তুতি ছিল। বাতাসে পাকা ধান নুয়ে পড়ছে। জমিতে পানি হয়ে গেছে। এখন ধান কাটা কষ্ট হয়ে যাবে। অনেক ধান নষ্টও হবে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ বলেন, এ ধরনের আবহাওয়া আরো ৪৮ ঘণ্টা থাকার সম্ভাবনা আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মহীউদ্দীন বলেন, বৃষ্টির কারণে রবি সবজির বীজ তলার ক্ষতি হয়েছে। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে আলু চাষিদের। আমনের তেমন একটা ক্ষতি হয়নি। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর