২০ নভেম্বর, ২০২৩ ২২:০৩

হরতালের প্রভাব নেই ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

হরতালের প্রভাব নেই ঠাকুরগাঁওয়ে

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষদিনেও স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে জেলাবাসীর নিরাপত্তা রক্ষায় মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন।

সোমবার সারা দিনে শহরের বিভিন্ন এলাকায় ঘুড়ে দেখা যায়, স্বাভাবিক ভাবেই চলাচল করছেন যানবাহন। অফিসগামী যাত্রীর পাশাপাশি স্কুল-কলেজে যথাসময়ে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। তবে দূরপাল্লার তেমন কোন যানচলাচল করতেন দেখা যায়নি। 

এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় পুলিশের টহল। কড়া নজরদারিতে রয়েছে প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। সেই সাথে পুলিশ ও বিজিবি শহরে দিচ্ছেন টহল। সাদা পোশাকে রয়েছে ডিবির বেশ কিছু টিম।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, আমরা বিভিন্ন ভাগে পুলিশের টিম ভাগ করে শহরের বেশ কিছু স্থানে অবস্থান দিয়েছি। জেলাবাসী যাতে নিরাপদে চলাচল করতে পারে, কোন ধরনের নাশকতা যাতে না হয় সেজন্য আমরা পুলিশ শক্ত অবস্থানে আছি। জনগণের জানমাল নিয়ে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করতে আসলে কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশ জনগণের পাশে আছে থাকবে।

বিডি প্রতিদিন/এএম

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর