গোপালগঞ্জে চোর সন্দেহে ফয়সাল শেখ (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় পুরুষশূন্য হয়ে পড়েছে ওই গ্রামটি। তবে নিহতের পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করে চুরির ঘটনা সাজানো হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফয়সাল শেখ গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার শেখ শরিফুল ইসলামের ছেলে। সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে গোলাবাড়ীয়া গ্রামে যায় ফয়সাল শেখ। এ সময় উত্তেজিত জনতা চোর সন্দেহে ফয়সালকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই গ্রামে গিয়ে দেখা গেছে, এঘটনার পর থেকে গ্রেফতার আতংকে ওই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বাড়িতে মহিলারা অবস্থান করলেও ভয়ে কেউ মুখ খুলতে চায়নি।
নিহতের শ্বশুর সোহরাব মিয়া অভিযোগ করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা আমার জামাই ফয়সাল শেখকে মোবাইলে ফোন করে। এরপর সে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। পরে ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা ধারণা করছি আমার জামাইকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে চুরির নাটক সাজানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        