কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নেয়া লোকজনের ওপর হামলা ও গুলি বর্ষণ এবং প্রচারণায় পদে পদে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু, নিরেপক্ষ ও শান্তিপূর্ণ হবে কিনা আশঙ্কা প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মিজান সাঈদ জানান, কক্সবাজার ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনি প্রচারণা শুরু করার পর থেকেই নৌকা প্রতীকের প্রার্থী ও তার লোকজন ঈগল প্রতীকের প্রচারণায় নানা হুমকি ধমকি দিয়ে আসছে। তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যায় রামু জোয়ারিয়ানালা এলাকায় ঈগল মার্কার প্রচারণায় হামলা ও গুলিবর্ষণ করা হয়। নৌকার প্রার্থী সরাসরি এই হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ তার। হামলায় ঈগল মার্কার সমর্থক ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্সসহ ৫ জন আহত হয়েছেন।
এই প্রার্থী আরো অভিযোগ করেন, ইতোপূর্বে তার নির্বাচনি প্রচারণার গাড়ি ভাংচুর করা হয়েছে। এ অবস্থায় তিনি অবৈধ অস্ত্র উদ্ধার করে নির্বাচনি প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির দাবি জানান।
বিডি প্রতিদিন/নাজমুল