প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ক্যালগেরি, কানাডা শাখা বর্ণাঢ্য আয়োজনে গালা নাইট উদযাপন করেছে। প্রবাসের মাটিতে বাংলাদেশ ও বাঙালির জাতিসত্তা তুলে ধরা এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঙালিয়ানাকে লালন করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
বহু জাতিগোষ্ঠীর দেশ কানাডায় দিনটি সাধারণ মনে হলেও প্রাক্তন ঢাবি শিক্ষার্থীদের কাছে ছিল একেবারেই ভিন্ন। আবেগ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণায় ভরে ওঠা এই সন্ধ্যা ছিল পুরনো বন্ধুত্ব ও ভালোবাসার পুনর্মিলনী।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণে ফিরে যান টিএসসি, মধুর ক্যান্টিন, কলা ভবন আর অপারাজেয় বাংলার সামনে কাটানো সোনালি দিনগুলোতে। যৌবনের জয়গান, প্রেম-ভালোবাসার মুহূর্ত এবং শিক্ষকদের অম্লমধুর শাসনের কথা স্মরণ করে সবাই মুগ্ধ হয়ে ওঠেন।
গালা নাইটে ছিল নাচ-গান, আড্ডা এবং প্রাক্তনদের পরিবারের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ। সিনিয়র ও জুনিয়র এলুমনাইদের একত্রিত হয়ে আড্ডায় মেতে উঠা প্রমাণ করে দিল—মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না, মানুষ টিকে থাকে ভালোবাসা আর বন্ধুত্বের টানে।
বিডি প্রতিদিন/হিমেল