ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে পাগলা ঘোড়ার কামড়ে ও লাথিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগের দুই দিনেও পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির তাণ্ডবে বহু মানুষ আহত হন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) ও আলেয়া বেগম (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াটি সামনে যাকেই পাচ্ছে তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছে কিংবা লাথি মারছে। স্থানীয়দের ধারণা, কোনো পাগলা কুকুরের কামড়ে ঘোড়াটি আক্রান্ত হয়েছে, ফলে এভাবে উন্মাদ আচরণ করছে।
মারাত্মক আহত কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটার জন্য বের হয়েছিলাম। চৌরাস্তায় পৌঁছালে হঠাৎ একটি ঘোড়া দৌড়ে এসে পিছন থেকে কোমড়ে কামড় দেয়। লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখনও প্রচণ্ড ব্যথা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে বেশ কয়েকজন চিকিৎসা নিতে আসেন। তাদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, কোনো পাগলা কুকুর ঘোড়াটিকে কামড়িয়েছে।
এদিকে, পৌরবাসী দ্রুত ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        