ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক, উপজেলা জামে মসজিদের খতিব এবং ইসলামি বক্তা মাওলানা মোঃ আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯ টার দিকে পশ্চিম চরনোয়াবাদের জাইল্লা বাড়ির ঘাট এলাকার নিজ বসত ঘরে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। নিহতের মাথা, গলা, ঘার, বুক এবং পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করা হয়। ওই সময় তার ঘরে তিনি একা ছিলেন।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা আমিনুল হক নোমানীকে হত্যার বিষয়ে এলাকাবাসী এবং নিহতের স্বজনরা কেউ কিছু বলতে পারছেন না। স্থানীয়রা জানান, তার সাথে কারও কোন বিরোধ ছিল না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করছে।
এদিকে মাওলানা আমিনুল হক নোমানীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। তার নোমানী হত্যার বিচার দাবি করে।
বিডি প্রতিদিন/নাজমুল