কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার পা-ওয়ালা এক বিরল কানি বকের সন্ধান মিলেছে। বকটির দুটি পা স্বাভাবিক হলেও বাকি দুটি ছোট ও অস্বাভাবিক আকৃতির। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী জনতা ভিড় করছেন সেটি এক নজর দেখতে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বালাটারি গ্রামে। স্থানীয় হাড়ি-পাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ প্রথমে বকটি দেখতে পান। তিনি জানান, প্রতিদিনের মতো হাড়ি-পাতিল বিক্রি করে বাড়ি ফেরার সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা বকটির দিকে চোখ পড়ে তার। কাছে গিয়ে তিনি দেখেন বকটির পা স্বাভাবিকের চেয়ে বেশি—একটি-দুটি নয়, বরং চারটি। বিষয়টি দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন। পরে কৌশলে ধরে এনে বাড়িতে খাঁচায় রাখেন বকটিকে।
এখন দুই দিন ধরে আব্দুর রশিদের বাড়িতে রাখা চার পা-ওয়ালা বকটি দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ।
আব্দুর রশিদ বলেন, প্রথমে দেখে আমি অবাক হয়েছিলাম। এখন খাঁচায় রেখে যত্ন নিচ্ছি, বাজার থেকে মাছ কিনে খাওয়াচ্ছি। প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছে শুধু এটাকে এক নজর দেখার জন্য।
এ বিষয়ে ফুলবাড়ী প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাতির বক, যা স্থানীয়ভাবে কানি বক নামে পরিচিত। জন্মগত ত্রুটির কারণেই এর পায়ের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল