ভারতের গুজরাটে রোপওয়ে ছিঁড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে পাঁচমহল জেলার পাভাগড়ে। সেখানে মন্দির এলাকায় নির্মাণকাজের জন্য একটি রোপওয়েতে করে পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার দুপুরে সেই রোপওয়ে ছিঁড়ে ছয় জনের মৃত্যু হয়।
গুজরাটের পাভাগড় পাহাড়ের উপরে একটি মন্দির রয়েছে। ওই মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ি রয়েছে। প্রায় দুই হাজার সিঁড়ি পেরিয়ে মন্দিরে পৌঁছাতে হয়। এ ছাড়া মন্দিরে যাওয়াতের জন্য রোপওয়েও রয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য সাধারণ মানুষের ব্যবহারের জন্য ওই রোপওয়েটি শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। এরই মধ্যে নির্মাণ কাজের জন্য পণ্যবাহী একটি রোপওয়ে ছিঁড়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শনিবার দুপুর সাড়ে ৩টা নাগাদ পাঁচমহলের মাঞ্চি এলাকা থেকে নির্মাণকাজের পণ্য নিয়ে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। মাঝপথে রোপওয়ের একটি ট্রলি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দু’জন শ্রমিক এবং দু’জন লিফ্টম্যান রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল