ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাবেক সদর দফতরে (বর্তমানে ওয়েস্ট লন্ডনের টেলিভিশন সেন্টার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শনিবার ভোররাতে এই বহুতল ভবনের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লন্ডন ফায়ার ব্রিগেডের ১৫টি ইঞ্জিন। প্রায় ১০০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জানা গিয়েছে, ৯ তলা এই ভবনে বর্তমানে রেস্তোরাঁ, ফ্ল্যাট এবং কয়েকটি টেলিভিশন স্টুডিও রয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বহু মানুষ আটকে পড়েন। তাঁদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে ঠিক কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনও জানা যায়নি। আগুনের কারণও এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ইজাবেলা ব্রুকার তাঁর ৮ মাসের ছেলেকে নিয়ে সপ্তম তলার একটি ফ্ল্যাটে থাকেন। তিনি জানান ভোর ৪:৩০ নাগাদ তাঁদের দরজায় দমকলকর্মীরা কড়া নাড়েন। তিনি বলেন, করিডোর দিয়ে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমি সবকিছু ফেলে আমার এবং আমার ছেলের প্রাণ বাঁচাতে দ্রুত বেরিয়ে আসি।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, ভোর ৩টার কিছু পরে তাদের কাছে আগুন লাগার খবর আসে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন এবং চিসউইক থেকে দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে। বহুতলের ওপর থেকে আগুন নেভানোর জন্য দুটি বড় টার্নটেবল ল্যাডার ব্যবহার করা হচ্ছে।
সকাল ৮টায় দেওয়া এক বিবৃতিতে লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, রেস্তোরাঁ, বহিরাঙ্গন এবং ডাক্টে তখনও আগুন জ্বলছিল। এই ঘটনার জেরে উড লেন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে একজনকে চিকিৎসা দিয়েছে, তবে তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল